শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নবী হোসেন (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের ও সদর উপজেলায় স্বপ্ন মিয়া (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নকলা উপজেলার পাঠাকাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নবী হোসেন উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামের মৃত ফসির উদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার পাঠাকাটা এলাকার ইমরান হোসেনের নতুন ভবনের ছাদ নির্মাণের জন্য রড দিয়ে কাজ করার সময় শনিবার দুপুর দেড়টার দিকে হঠাৎ রড বিদ্যুতের লাইনে পড়েযায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নবী হোসেন মারা যান। নকলা থানার ওসি মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া গ্রাম থেকে স্বপ্ন মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্ন বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তার নিজ ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সদর থানার এসআই সুরেশ রাজবংশী ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রেকর্ড করেন।
সদর থানার ওসি মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাননা, এ বিষয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে এবং মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।