শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা ও বিভিন্ন দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য মোফাজ্জল হোসেন, সীমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।
সব পেশাশ্রেনীর জনগনের পাশে থেকে বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে কিভাবে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। তাছাড়া আগামী দিনগুলোতে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো নিজ নিজ কর্মক্ষেত্রের সংবাদ মাধ্যম গুলোতে প্রচার ও প্রকাশের পাশাপাশি সমাজের যেকোন অসঙ্গতি গুলোকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে কিভাবে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা যায় বা তাদের সামনে উপস্থাপন করা যায় এ বিষয়েও আলোকপাত করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।
এ সভায় ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) নকলা হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ক্ষেত্রে প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করার বিষয়ে আলোচনার পাশাপাশি উক্ত দিবস সমূহ পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এ সসয় নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।