শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর বার্ষিক পরিদর্শন করেছেন প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে র্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরির্শন করে যথাযথ কর্তৃপক্ষকে বেশ কিছু পরামর্শ দেওয়াসহ সার্বিক বিবেচনায় শেরপুর টিটিসি’র কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
জানা গেছে, সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম টিটিসি’র সকল ল্যাবসমূহ ঘুর ঘুরে দেখেন এবং আলাদা আলাদা ল্যাবের উন্নয়নে পরামর্শ প্রদান করেন।
এসময় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুর রহমান, চীফ ইন্সট্রাক্টর (প্রধান প্রশিক্ষক) এস.এম আজহার, ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, নিরমল বাশার, সাজু মিয়া, একেএম শাহজাহান ও হেলাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।