বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

শ্রীবরদীতে কসমেটিকস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৮৯ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে শফিকুল ইসলাম (৫৫) নামে দুই সন্তানের জনক কসমেটিকস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বকচর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে। সে পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

শফিকুল ইসলামের এইচএসসি পরীক্ষার্থী ছেলে আরিফ হোসেন (১৭) জানায়, তার বাবা মাঝে মধ্যে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়তেন। তখন সে কারো সাথে কথা বার্তা বলতেন না। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তার বাবা মানষিক ভারসাম্যহীন হয়েই ঘরের জানালা দরজা বন্ধ করে ঘরের আড়ার (ধর্না) সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে সে মনে করছেন।

পরিবারের লোকজন জানান, বুধবার সাড়ে ১০ টার দিকে পরিবারের লোকজন ঘরে প্রবেশের জন্য অনেক চেষ্টা করেও দরজা খুলতে নাপেরে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলের ঘরের চালের টিন খুলে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস কসমেটিকস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।