শেরপুরের শ্রীবরদীতে শফিকুল ইসলাম (৫৫) নামে দুই সন্তানের জনক কসমেটিকস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বকচর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে। সে পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
শফিকুল ইসলামের এইচএসসি পরীক্ষার্থী ছেলে আরিফ হোসেন (১৭) জানায়, তার বাবা মাঝে মধ্যে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়তেন। তখন সে কারো সাথে কথা বার্তা বলতেন না। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তার বাবা মানষিক ভারসাম্যহীন হয়েই ঘরের জানালা দরজা বন্ধ করে ঘরের আড়ার (ধর্না) সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে সে মনে করছেন।
পরিবারের লোকজন জানান, বুধবার সাড়ে ১০ টার দিকে পরিবারের লোকজন ঘরে প্রবেশের জন্য অনেক চেষ্টা করেও দরজা খুলতে নাপেরে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলের ঘরের চালের টিন খুলে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
শ্রীবরদী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস কসমেটিকস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।