মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা অর্থদন্ড

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৯৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ইউপি সদস্য ও এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২০ নভেম্বর) রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ উপজেলার টালকী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুরগ প্রতীকের প্রার্থী মো. নাজমুল ইসলাম (নাজু)-কে ও ৭নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের সমর্থক মো. জিয়ারুল হক-কে নির্বাচনী আচরণ বিধি ভংগের দায়ে আলাদা অলাদা ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ডাদেশ প্রদান করেন।

এসময় নকলা থানার পুলিশ সদস্য, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নির্বাচন নিকটে চলে আসায় প্রার্থীরা বা প্রার্থীদের কর্মী-সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারেন, তাই উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী আচারণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠু ভাবে সমাপ্ত করার লক্ষ্যে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।