শেরপুরের নকলায় রিনা বেগম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার পাঠাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। রিনা বেগম পাঠাকাটা এলাকার আজগর আলীর মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গার্মেন্টেসে চাকরির সুবাধে দিনাজপুরের এক ছেলের সাথে পরিচয়, অত:পর তাদের বিয়ে হয়। সেখানে একটি ছেলে সন্তান জন্ম নেয়। তারপর পারিবারিক দ্বন্দ্বের জেড়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে রিনা বেগম নকলা উপজেলার পাঠাকাটা এলাকায় বাবার বাড়িতে চলে আসেন। সাংসারিক টানাপুরনে ছেলে রিফাতকে তার বাবা-মায়ের (রিফাতের নানা-নানী) কাছে রেখে আবার রাজধানী ঢাকার শালনা এলাকার এক গার্মেন্টেসে চাকরিনেন।
প্রায় ২ সপ্তাহ আগে রিনা বেগম ছুটি কাটাতে বাড়িতে আসেন। আজ শুক্রবার বিকেলে রিনা বেগমের বসত ঘরের ধন্যার (আড়া) সাথে অজ্ঞাত কারনে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানান। রিনা বেগম কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এবিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, প্রাথমিক সুরতহালে বুঝা যাচ্ছে রিনা বেগম আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে ওসি জানান।