বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শেরপুর সদর উপজেলা শাখার এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে শেরপুর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ল মাঠে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি নুরুন্নাহার খানম। সমাবেশে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে উপস্থিত সর্বসম্মতিক্রমে সৈয়দ শাহাদাত হোসেন আরজুকে সভাপতি ও মোহাম্মদ সামছুজ্জামান শামীমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সমাবেশে মো. জুলফিকুর রহমানকে নির্বাহী সভাপতি, মো. রুহুল আলম মুকুলকে নির্বাহী সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিউল আলম সোহাগকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে তাদের নাম ঘোষণা করা হয়েছে।
পরে নবনির্বাচিত সভাপতি, নির্বাহী সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগনকে আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা দ্রুত কেন্দ্রে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।