শেরপুরে শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ফাইজারের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ টিকা দান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) মুক্তাদিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়াসহ স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনে শেরপুর মডেল কলেজের ৪২১ জন শিক্ষার্থীকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ফাইজারের টিকা প্রদান করা হয়।