শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

শেরপুরে শিশু সাংবাদিকদের মাঝে প্রশিক্ষন সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বার পঠিত

শেরপুরে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা প্রশিক্ষন শেষে সনপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে প্রশিক্ষন সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষন সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ২০ জন শিশু সাংবাদিকের হাতে সনদপত্র তুলেদেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সহ-সম্পাদক, বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ-এর জেলা প্রতিনিধি এস.এম জুবায়ের।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া, দৈনিক কালের কন্ঠ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি হাকিম বাবুল, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত, শেরপুর নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মো. জোনায়েদ আনসারী।

এ মৌলিক প্রশিক্ষণে শিশু সাংবাদিকতায় সংবাদ লিখন কৌশল, বিভিন্ন সংবাদ সম্পর্কে ধারণা, মাঠে কাজ করার সময় সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ তৈরি, ভিডিও ধারনের ওপর প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও শিশু আইন, শিশু অধিকার, সম্ভাবনা, সাফল্য এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সর্ম্পকেও আলোচনা করা হয়।

এসময় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগন, প্রশিক্ষক সাংবাদিক ও প্রশিক্ষানার্থী শিশু সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।