বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

নকলায় প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন, অনুপস্থিত ৪৩

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৫০ বার পঠিত

শেরপুরের নকলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষার ৫টি কেন্দ্রে প্রথম দিনের পদার্থ বিদ্যা এবং কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। তবে উপজেলার ২ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি।

রোববার (১৪ নভেম্বর) এসএসসি’র ৪টি কেন্দ্রর প্রথম দিন বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১ হাজার ৮৯৩ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৬ জন এবং দাখিল’র একটি কেন্দ্রর বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা ও সাধারন শাখায় কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৬৪০ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ২৭ জন।

নকলা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব মো. উমর ফারুক জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রর দুটি ভেন্যুতে প্রথম দিন শুধু বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৮০৩ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৭ জন।

চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রর দুটি ভেন্যুতে প্রথম দিন শুধু বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় ৬০৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উপস্থিত ছিলো।

গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব মো. নাজমুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রে প্রথম দিন শুধু বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ২৪৮ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৪ জন।

গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব মো. কামরুল আলম খান (লিটন) জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রে প্রথম দিন শুধু বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৮০৩ জন, এরমধ্যে অনুপস্থিত ৫ জন।

নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মাওলানা মো. আজিজুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রে বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা ও সাধারন শাখায় কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৬৪০ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ২৭ জন।

উপজেলার সকল কেন্দ্র্রের সার্বিক পরিবেশ পরিস্থিতি পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ দায়িত্বপ্রাপ্ত জেলা-উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮৯২জন, গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১৪জন, গৌড়দ্বার বি.এল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫২জন, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৫জন ও নকলা শাহরিয়া ফাযিল মাদরাসায় ৬৪১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।