ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মো. নাজিম উদ্দিন হাসান (শুভ)-কে সভাপতি ও ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থী শেরপুরের কৃতি সন্তান এ.বি.এম মঈনুল হাছান-কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ন্যায়যুদ্ধে বাঙালি-এই মূলমন্ত্র ধারণকারী সংগঠনটির অনুমোদিত আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নূরে আদিব আনাম, রিজন আহমেদ, ইসমাইল হোসেন ও নয়ন আহমেদ; যুগ্ম সম্পাদক আদিত্য রশিদ, সায়মা জান্নাত ও আরাফাত ইসলাম প্লাবন; সাংগঠনিক সম্পাদক তৌহিদ হোসেন অপূর্ব, আসিফুর রহমান রিফাত ও এস.এম ইয়াছির আরাফাত; দপ্তর সম্পাদক শারমিন আক্তার ও প্রচার সম্পাদক আশিক অমি।
সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকগন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক এ সংগঠনের প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, মডারেটর হিসেবে রয়েছেন সাবেক প্রক্টর অধ্যাপক আমজাদ হোসেন।
কমিটির নবনির্বাচিত সভাপতি মো. নাজিম উদ্দিন হাসান (শুভ) বলেন, স্লোগান ৭১ সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে সত্যিকার সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবে; যেখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার পাবে। বাংলাদেশকে নিয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে স্লোগান ৭১-এর আমরা সবাই সংকল্প বদ্ধ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ.বি.এম মঈনুল হাছান বলেন, আমরা তথাকথিতভাবে অসাম্প্রদায়িকতার বুলি আউড়াতে চাইনা। সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মানে কাজ করতে আমরা বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো; ইনশাআল্লাহ।