শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৭০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র-অসহায়দের মাঝে বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) নকলা পৌরসভাধিন ফেরুষা এলাকায় স্থাপিত দি পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন ও ঔষুধ প্রদান কার্যক্রম চলে।

মানবিক এ ক্যাম্পেইনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত নারী ও পুরুষ দুই চিকিৎসক উপজেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং ডায়াগনোস্টিক সেন্টারের কর্তৃপক্ষ বর্ষপূর্তি উপলক্ষে অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ প্রদান করেন।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় সাংবাদিকগন, শুভাকাঙ্খী ও উপজেলার বিভিন্ন এলাকা আগত বিভিন্ন বয়স ও পেশা-শ্রেনীর দেড় শতাধিক নারী-পুরুষ রোগী, স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

মানবসেবা মূলক মহতী এ কাজে পুরুষ চিকিৎসক হিসেবে স্বেচ্ছাসেবা দিতে উপস্থিত ছিলেন মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যথা, নাক, কান, গলা ও হাড়জোড়া রোগে অভিজ্ঞ চিকিৎসক ডা. কাউসার আজাদ শুভ্র এবং নারী চিকিৎসক হিসেবে ছিলেন গাইনী, প্রসূতী, বন্ধাত্ব ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডা. সুমাইয়া হোসাইন লিয়া।

দি পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের কর্তৃপক্ষের দেওয়া ও চিকিৎসকগনের ব্যবস্থাপত্রে ব্যবহৃত লিখিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, পুরুষ চিকিৎসক ডা. কাউসার আজাদ শুভ্র এর যোগ্যতা ও অভিজ্ঞতা- এমবিবিএস (ডিইউ), পিজিটি (সার্জারী), সিএইউ (আল্ট্রাসনোগ্রাম), সিডি (বারডেম), বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ-৮৬৪৯৩ এবং নারী চিকিৎসক ডা. সুমাইয়া হোসাইন লিয়ার যোগ্যতা ও অভিজ্ঞতা- এমবিবিএস (ডিইউ), পিজিটি (গাইনী এন্ড অবস্), সিএইউ (আল্ট্রাসনোগ্রাম), বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ-৯৯০৮৬।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।