শেরপুরের শ্রীবরদীতে সীমান্তবর্তী মালাকোচা গ্রাম থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বন বিভাগের সংরক্ষিত পাহাড়ি টিলায় এ ঘটনাটি ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাতিটির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে বন বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে যান।
এর পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার, রাণীশিমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সহ-সভাপতি এম.এ মোনায়েমসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উলেক্ষ্য, প্রায় ২০ দিন যাবত বন্য হাতির দল শ্রীবরদী সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ে অবস্থান করছে। পাহাড়ে খাদ্য সংকট থাকায় হাতির দল সন্ধ্যা হলে লোকালয়ে নেমে কৃষকদের পাকা ধান, সবজি বাগানসহ নানা ফসলাদি নষ্ট করছে। হাতির আক্রমণ থেকে ফসলাদি রক্ষা করতে এলাকাবাসী সন্ধ্যার পর থেকে জিআই তারের ঘের দিয়ে জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন।
সোমবার দিবাগত রাতে একটি হাতির দল খাদ্যের সন্ধানে ওই বাগানে আসে। এসময় জিআই তারে জেনারেটরের বৈদ্যুতিক শর্ট সার্কিটে আক্রান্ত হয়ে ২০-২৫ বছর বয়সী ১৫ ফুট লম্বা একটি পুরুষ জাতের হাতির মুত্যু হয়। পরে ঘটনাস্থলেই গর্ত করে মৃত হাতিটি মাটি চাপা দেওয়া হয়।
বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এলাকার লোকজন বাড়িঘর ও ফসলাদি রক্ষার করার জন্য বৈদ্যুতিক লাইন দেয়। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাতিটির মৃত্যু হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. মেহেদি হাসান বলেন, মৃত হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবের রিপোর্ট পেলে হাতিটি মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।