যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খান-কে শেরপুর জেলা সমিতি ঢাকা-এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খান গ্রেড-১ পদে পদোন্নতি ও দুই বছরের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়ায় শেরপুর জেলা সমিতি ঢাকা-এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
শেরপুর জেলা সমিত ঢাকার মহাসচিব ও ডিপিডিসি প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক-এঁর নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি মো. আজহারুল ইসলাম খান-এঁর কার্যালয়ে গিয়ে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সমিতির অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না, প্রচার সম্পাদক বদিউজ্জামান রিপন তালুকদার, গণসংযোগ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক লতিফুল ইসলাম নিপুল ও নেছার আহম্মেদ আরিফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এ পদে বহাল থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তার অবসরোত্তর ছুটি ও এ সংক্র্ন্তা সুবিধাদি স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। আজহারুল ইসলাম খান বিসিএস ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১০ম ব্যাচ বিসিএস ফোরামের সভাপতি।