শেরপুরের নকলা উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার আহাদুজ্জামান রাসেলের নির্বাচনী কার্যালয়কে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর নির্বাচনী অফিস হিসেবে ঘোষণা করেছেন খন্দকার আহাদুজ্জামান রাসেল নিজে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের অনুরোধে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মেনে নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাসেল তার বাড়ির সামনের নির্বাচনী কার্যালয় প্রাঙ্গনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন এবং নৌকার মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম রুমির পক্ষে কাজ করার ঘোষণা দেন। এছাড়া তার নির্বাচনী কার্যালয়কে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর নির্বাচনী অফিস হিসেবে ঘোষণা দেন তিনি।
এ উপলক্ষে খন্দকার আহাদুজ্জামান রাসেলের চাচা খন্দকার জসিম উদ্দিন মিন্টুর সঞ্চালনায় এক নির্বাচনী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম রুমি, বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সভাপতি আমিনুর ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গোড়া মিয়া ও শামছুল আরেফিন শামীম, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর রনিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নৌকার সমর্থকগণ উপস্থিত ছিলেন।