সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নকলা উপজেলা শাখার উদ্যোগে ও আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে তৎকালীন জাতীয় সংসদের বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দেশ, জাতি ও দলের কল্যাণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, যুগ্ম আহবায়ক সাইদুল হক লাঞ্জু, পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক পান্নু, উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী, মোস্তাফিজুর রহমান জুয়েল, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ছাইদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, পৌর যুব দলের আহবায়ক মশিউর রহমান লোটাস, যুগ্ম আহবায়ক জাহিদ ফরাজী ও সাখাওয়াত হোসেন সেলিমা, পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন অভিসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সমূহ সফলতার সহিত সম্পন্ন করতে দূরে থেকে হলেও সার্বিক দিক নির্দেশনায় ছিলেন জাতীয় সংসদের তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর পত্নী উপজেলা বিএনপির অভিভাবক আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ফরিদা চৌধুরী।