রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

যুব উন্নয়নের ডিজি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শেরপুরের আজহারুল ইসলাম খান

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৭৫৫ বার পঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শেরপুর জেলাবাসীর গর্ব মো. আজহারুল ইসলাম খান (মুকুল)।

উপসচিব মো. অলিউর রহমান-এঁর স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের আলোকে এতথ্য জানা গেছে। তাঁর অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে ২ বছরের জন্য চুক্তি ভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। এছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জারিকৃত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মো. আজহারুল ইসলাম খান (মুকুল) যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ৬ নভেম্বর থেকে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে বহাল থাকবেন।

মো. আজহারুল ইসলাম খান (মুকুল) বিসিএস ১০ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১০ম ব্যাচ বিসিএস ফোরামের সভাপতি এবং রাজধানী ঢাকাস্থ শেরপুর সমিতির সহ-সভাপতির দায়িত্ব পলন করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।