বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক উইকেটরক্ষক ও ব্যাটাস ম্যান নিগার সুলতানা জ্যোতি-কে অভিনন্দন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে নকলা প্রেস ক্লাব।
শনিবার (৬ নভেম্বর) রাতে নকলা প্রেস ক্লাবের অফিসে অনুষ্ঠিত এক সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানিক ভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
রবিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি’র ঠিকানায় অভিনন্দন পত্র এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ঠিকানায় লিখিত কৃতজ্ঞতা জ্ঞাপনপত্র প্রেরন করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, চলতি নভেম্বরে নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়ের হারারেতে ২১ নভেম্বর (রোববার) আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা। এর আগে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।
তথ্য মতে, ২০১৫ সালে অক্টোবরে বাংলাদেশ ওয়ানডে দলে অভিষেক হয় নিগার সুলতানা জ্যোতির। এরপর থেকেই নিয়মিত মুখ হয়ে তিনি। শেরপুরবাসীর গর্ব নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ২১টি ওয়ানডে এবং ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শেরপুরের এ মেয়ে। যেখানে ওয়ানডে ফরম্যাটে ১৮ ইনিংসে জ্যোতির রান ৩৬০ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৯ ইনিংসে ব্যাট হাতে ৮৫৮ রান করেছেন। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে একটি সেঞ্চুরি (অপরাজিত ১১৩) করেছেন এ নারী ক্রিকেটার।
বাংলাদেশ নারী দলের এশিয়াকাপ জয় করা দলের অন্যতম সদস্য ছিলেন জ্যোতি। এবার বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার আশা করছে বাংলাদেশ। অধিনায়কের দায়িত্ব নিয়ে শেরপুরের জন্য নতুন রেকর্ড গড়লেন নিগার সুলতানা জ্যোতি। রুমানা আহমেদের পরিবর্তে শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতির কাঁধে দলের নেতৃত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।