শেরপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর শেরপুর জেলা শাখার আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুর জেলা শাখার সভাপতি মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, শেরপুর ডায়াবেটিকস সমিতির সাধারন সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, শেরপুর প্রেস ক্লাব ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শিক্ষক সাংবাদিক মো. মেরাজ উদ্দিন।
রক্তসৈনিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় এ নাগরিক সংলাপে আরো বক্তব্য রাখেন- শেরপুরের সফল নারী উদ্যোক্তা আইরিন পারভীন, দৈনিক বিজনেস বাংলাদেশ-এর সিনিয়র সাংবাদিক এডভোকেট মো. রেদওয়ানুল হক আবীর, মোহনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বকুল, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে নাগরিক সংলাপে উপস্থিত সবাই দাঁড়িয়ে সমসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সংলাপের শুরুতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর শেরপুর জেলা প্রতিনিধি খাইরুল বাসার।
এসময় বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসাইন, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন ও অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন; এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর শেরপুর পৌর শাখার সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ, শেরপুর ডায়াবেটিকস সমিতির সহকারী হিসাব রক্ষক মো. এনামুল হক, তরুণ নারী সাংবাদিক সোহাগী আক্তার, রক্তসৈনিক বালাদেশ-এর জামালপুর জেলা শাখার সুমন শেখ,
রক্তসৈনিক বাংলাদেশ-এর শেরপুর ও ক্লিন আপ শেরপুর শাখার তানভীর মাহতাব, এ.এম সাখাওয়াত হোসেন, শাকির মাহমুদ, শোয়াইব রহমান, মেহেদি হাসান সিফাত, আশরাফুল ইসলাম, জুনায়েদ রহমান জুয়েল, দিনুরী চৌধুরী, তৌহিদুর রহমান, আবু হুরাইরা, রক্তসৈনিক বাংলাদেশ-এর নকলা শাখার ইমাম হাসান সাব্বির, রক্তসৈনিক বাংলাদেশ-এর ভীমগঞ্জ শাখার ইমরানুল ইসলাম আরিফ, ক্লিন আপ শেরপুর শাখার আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম, মিহাদ ইসলাম, ঔষুধ বিক্রেতা গোলাম মোস্তফা, স্থানীয় ইমান আলী হিরাসহ সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, শেরপুর ডায়াবেটিক হাসপাতাল ও ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ, রক্তসৈনিক বাংলাদেশ ও ক্লিন আপ শেরপুরের স্বেচ্ছাসেবকগন, স্থানীয় বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।