বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

নকলায় জেল হত্যা দিবস-২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

আজ বুধবার (৩ নভেম্বর) ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে কিছু বিপথগামী তাদেরকে জেলখানায় নির্মম ভাবে হত্যা করে। এ জাতীয় চার নেতার স্মরণে বাঙালি জাতি ৩ নভেম্বর তারিখটিকে জেল হত্যা দিবস হিসেবে পালন করে আসছেন।

জাতীয় চার হিসেবে খ্যাত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এ.এইচ.এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়।

এর অংশ হিসেবে শেরপুর জেলার নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বুধবার (৩ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং উপজেলা আওয়মী লীগ, যুগলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণের পরে উপস্থিতিরা কালো ব্যাজ ধারন করেন।

পরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করাসহ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

প্রথম ধাপের তথা সকালের অনুষ্ঠান সূচির শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায়, দেশরত্ম শখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন সরকারের সকল নীতিনির্ধারকগন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ ও যুগ্ম আহবায়ক অব্দুল মন্নাফ খান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা শাখার সভাপতি মজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধরসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অতি কাছের ও বিশ্বস্থরাই দায়ী। এটা হলো বাঙালি জাতির জন্য প্রথম কলঙ্কিত অধ্যায়। এ ঘটনার কিছু দিন পরেই (৩ নভেম্বর) দেশকে নেতৃত্ব ও মেধা শূণ্য করার লক্ষে ঘাতকের দলেরা জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ.এইচ.এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে নির্মমভাবে হত্যা করে। এটি ছিলো বাঙালি জাতির জন্য দ্বিতীয় কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এমন হত্যার বিচার হয়েছে এবং সকল বিচার হবে বলে অনেকে মন্তব্য করেন।

অনেকে বলেন, বর্তমানে আওয়ামী লীগের সুনাম নষ্টের লক্ষে প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের ও আওয়ামী পরিবারের সন্তানদের তথা বিরোধী দলে থাকাকালে দুঃসময়ের নির্যাতিতদের এখন সুসময়ে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। আর এসকল হীন কৌশলের মূলহুতা যে বা যারা, তারা নিঃসন্দেহে দলত্যাগী বা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। তারা আওয়ামী লীগের সুবিধা ভোগের জন্য এসেছে; স্বার্থ উদ্ধার হলে বা স্বার্থে একটু আঘাত লাগলেই তারা আওয়ামী লীগের বিরোদ্ধাচরন করবে। এমন ছদ্দবেশী নেতাকর্মীদের থেকে সাবধানে থাকতে সকলকে অনুরোধ জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।