“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে, শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় নকলা থানা পুলিশ ও নকলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নকলা থানা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নকলা থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম শাহিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, ট্রাফিক ইনচার্জ (টিআই) আশরাফ আলী আকন্দ, পৌর ওয়ার্ড কাউন্সিলর তোতা মিয়া, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
এ শোভাযাত্রায় নকলা থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, নকলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ অন্যান্য সাংবাদিকগন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগন, স্থানীয় গন্যমান্য ও উপজেলা ছাত্রলীগের কর্মী আবু হামযা কনকের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ কর্মী অংশ নেন।