শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে উদীচী শেরপুর জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক তপন সারওয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“নৈঃশব্দ ভেঙে জেগে ওঠো দ্রোহে”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উদীচী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক রীতেশ কর্মকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, উদীচী শেরপুর জেলা সংসদের সাবেক সভাপতি কমল চক্রবর্তী, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আ.স.ম সোহেল নয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথী প্রমুখ।