সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয়তাবাদী যুবদল-এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ অক্টোবর) উপজেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুব দলের আহবায়ক মশিউর রহমান লোটাস এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর সহধর্মীনি নকলা-নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনৈতিক অভিভাবক হিসেবে সুপরিচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ফরিদা চৌধুরী।
উপজেলা ও শহর যুবদলের যৌথ ভাবে আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপি’র সদস্য রাব্বিনুর চৌধুরী ও পৗর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।