বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৮তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে “শেখ রাসেলের দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস”-এই বিষয়ের ওপর সেমিনার, আলোচনাসভা এবং প্রামান্যচিত্র প্রদর্শন ও পুরষ্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে সোমবার (১৮অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার, আলোচনাসভা এবং প্রামান্যচিত্র প্রদর্শন ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা সাইমুন শাহানাজ প্রমুখ।
সেমিনার, আলোচনাসভা ও প্রামান্যচিত্র প্রদর্শনের পরে বিজয়ীদের মাঝে শেখ রাসেলের দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস এর ওপর অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলেদেন।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগনসহ নকলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলুয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।