‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এরই অংম হিসেবে সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নকলা উপজেলা শাখার আয়োজনে নকরা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল ম্যাচ, জন্ম দিনের কেকে কাটাসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি আবু রায়হান, সাধরন সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক এবিএম শোয়েব আহম্মেদ, সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।