শেরপুরের নকলা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও জন্ম দিনের কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা আওয়ামী যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সোজা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী ও যুবলীগের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে, উপস্থিত ছিলেন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকগন।