সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৯৬ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮অক্টোবর) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রূপম, নুসরাত জাহান নীপা, সহকারী মৌলভী রেজাউল করিম, ফজলুল করিম, মোস্তাফিজুর রহমান খান, কাজিমদ্দিন, জামাল উদ্দিন, কব্দুল হোসেন ও আমিন মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ছাইয়েদুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।