শেরপুরের নকলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদনকারী বাছাই, দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে তালিকা প্রেরণ এবং আগত এ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তথা নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক-এর সঞ্চালনায় বিশেষ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ও পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ অনেকে।
এ বিশেষ সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, শিক্ষা-মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলতাব আলী, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগসহ নকলা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।