শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে নয়ন মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু নয়ন মিয়া ধনাকুশা নতুন বাজার এলাকার সুপারি ব্যবসায়ী জলিল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে নাপেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে নয়নকে ভাসতে দেখেন এবং মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সোজা ঘটনাটি নিশ্চিত করেছেন। তারা জানান, এ বিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।