শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক হাজার অসহায় দুস্থ নারী পুরুষদের মাঝে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এম.পি।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পি.পি, শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক দুলাল মিয়া, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকাশ দত্ত, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্মসম্পাদক নন্দ সাহা প্রমুখ।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সনাতন ধর্মের অসহায় দুস্থ পরিবারের সহস্রাধিক নারী-পুরুষ, বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।