শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় মতিয়া চৌধুরী ও আ’লীগ নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৫১ বার পঠিত

শেরপুরের নকলায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

সোমবার (১১ অক্টোবর) রাতে উপজেলা শহরের কালী মাতার মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন মতিয়া চৌধুরী এম.পি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এ উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ, মন্ডপ পরিচালনা কমিটি, মন্দির পরিচালনা কমিটি ও সমবেত হিন্দু ধর্মালম্বীদের সাথে সৌজন্য স্বাক্ষাতসহ সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন তাঁরা।

এ সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনাসহ মানষকন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে করার প্রত্যয়ে আওয়ামী লীগ সরকারের হাতকে আরও শক্তিশালী করার আহবান জানান।

পরিদর্শনকালে বেগম মতিয়া চৌধুরী এম.পি’র সাথে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্মসম্পাদক আনিছুর রহমান সুজা ও শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্মআহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন মন্ডপ পরিচালনা কমিটি ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মীয় পূজা মন্ডপের নারী-পুরুষ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় নালিতাবাড়ী উপজেলা সদরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মীয় পূজা মন্ডপের ভক্তবৃন্দের সাথে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি শারদীয় শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।