শেরপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নৃ-ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া আবুল কালাম আজাদ খান নামে এক শিক্ষার্থীকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সহায়তা প্রাপ্ত শিক্ষার্থী শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট গ্রামের ছালামত উল্লাহ খানের ছেলে। আবুল কালাম আজাদ ২০২০-২১ ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৪৫তম স্থান অধিকার করেছেন।
শহরের নারায়ণপুর এলাকার এশিয়া ডায়াগোনস্টিক সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে আবুল কালাম আজাদের হাতে ১২ হাজার টাকার চেক তুলে দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফাহিম এফ কল্লোল।
এ সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, নৃ-ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক রাজীব আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা কালীন সময়ে তথা গত বছরের ৭ আগস্ট বিভিন্ন পেশায় নিয়োজিত শেরপুরের একদল তরুণ অসহায় ও দরিদ্র মানুষের মুখে আহার তুলে দেওয়ার প্রত্যয় নিয়ে ‘নৃ-ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গড়ে তোলেন।
সংগঠনের পক্ষ থেকে গত বছরের ১৫ আগস্ট থেকে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন দরিদ্র ও অসহায় মানুষকে দুপুরের এক বেলা খাবার প্রদান করা হচ্ছে। এ ছাড়া প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি ও গরীব শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন।