শেরপুরে তৃণমূলের তথা উপজেলা পর্যায়ের স্থাানীয় কর্মীদের নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের কর্মী সমাবেশ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জেলার নকলায় উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।
নকলায় স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কমিটি না থাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর সভাপতিত্বে নকলা শহরের উত্তর বাজারে সেচ্ছাসেবক লীগের এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির এবং বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এহতেশাম সুমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সদস্য ইন্দ্রজিত ধর সুভাষ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্মসম্পাদক নাসির উদ্দিন ও অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর উন্নয়ন কর্মকান্ডকে তরান্বিত ও টেকসই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শেখ হাসিনা-এঁর আস্থাভাজন সংগঠন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ বরাবর নিরলস কাজ করে আসছে। এর অংশ হিসেবে শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
পর্যায়ক্রমে শেরপুর জেলাসহ সদর উপজেলা, নালিতাবাড়ী, শ্রীবর্দী, ঝিনাইগাতী উপজেলায় কর্মী সমাবেশে করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।