শেরপুরের নকলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিত কুমার বণিক (অভি), নকলা কালী মাতার মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জিত কুমার বণিক, বাদাগৈড় পূজা মন্ডপ কমিটির সাধারন সম্পাদক শ্যামল সূত্রধর, পাঠাকাটা চৌরাস্তার মোড় পূজা মন্ডপ কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকারসহ অনেকে।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবার নকলা উপজেলায় ১৯টি মন্ডপের মাধ্যমে দুর্গা পূজা উদযাপন হতে যাচ্ছে। উপজেলার পূজা মন্ডপ গুলোর মধ্যে পৌরসভা এলাকায় ৪টি, গনপদ্দী ইউনিয়নে ৩টি, নকলা ইউনিয়নে একটি, উরফা ইউনিয়নে ৩টি, বানেশ্বরদী ইউনিয়নে একটি, পাঠাকাটা ইউনিয়নে ২টি, টালকী ইউনিয়নে একটি, চরঅষ্টধর ইউনিয়নে ২টি ও চন্দ্রকোণা ইউনিয়নে ২টি মন্ডপের মাধ্যমে দুর্গাপূজা পালিত হবে। দুর্গোৎসবকে গিরে পূজামন্ডপ এলাকায় সাজ-সাজ রব শুরু হয়েছে।
প্রতিটি মন্ডপ ও মন্দিরে নারী পুরুষ আনসার সদস্য, গ্রাম পুলিশ ও টহল পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। তাছাড়া স্থানীয় স্বেচ্ছা সেবক দলতো আছেই।