শেরপুর জেলার নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর উপজেলা ব্যবস্থাপক ও বিভিন্ন ইউনিয়নের এজেন্টগন। বুধবার (৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর নকলা উপজেলা ব্যবস্থাপক ইউসুফ আলী, ২নং নকলা ইউনিয়নের ব্যাংক এশিয়ার এজেন্ট আব্দুল জলিল, ৩নং উরফা ইউনিয়নের এজেন্ট রমজান আলী, ৪নং গৌরদ্বার ইউনিয়নের এজেন্ট আব্দুল মোতালেব, ৬নং পাঠাকাঠা ইউনিয়নের এজেন্ট ও নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের এজেন্ট মো. মোশারফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইউএনও মোস্তাফিজুর রহমান উপজেলা ব্যবস্থাপক ও বিভিন্ন ইউনিয়নের এজেন্টগনের সাথে একান্ত আলাপের মাধ্যমে উপজেলায় এ ব্যাংকের সার্বিক বিষয়াধি সম্পর্কে অবগত হন। তিনি এজেন্টদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনস্বার্থে মনোযাগ সহকারে কাজ করুন। আমি অতীতের কর্মস্থলের মতো আপনাদের কাজের সাথে সব সময় থাকব ইনশাআল্লাহ। তবে কোন প্রকার অন্যায়কে মেনে নেওয়া হবেনা বলে তিনি সকলকে জানিয়েদেন।
জানা গেছে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-কে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা থেকে বদলি করে নকলায় এবং বিদায়ী ইউএনও জাহিদুর রহমান-কে নকলা উপজেলা থেকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বদলি করা হয়েছে।