শেরপুরের শ্রীবরদীতে বাল্য বিবাহ রোধকল্পে নিকাহ রেজিষ্টারদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, নিকাহ রেজিষ্টার আবু সাঈদ দিনার প্রমুখ।
এসময় উপজেরা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিষ্টারগন, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় বক্তারা বাল্যবিবাহ রোধ করার উপায় ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।