বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩২৮ বার পঠিত

আদর্শ জাতি গড়ার কারিগর খ্যাত শিক্ষকদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে সারা বিশ্বের ন্যায় শেরপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির আয়োজনে শুভাযাত্রা ও আলোচনা সভা হয়।

শুভাযাত্রা শেরপুর নিউমার্কেট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কেন্দ্র্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষকরা সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন। শুভাযাত্রা ও আলোচনা সভায় জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ গ্রহন করেন।

বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি, শেরপুর জেলা শাখার সভাপতি মো. মুহসীন আলী আকন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আজ সারা বিশ্বে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হচ্ছে। এ দিবসটি ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। তারা বলেন, শিক্ষকরা আদর্শ জাতি গড়ার কারিগর। তাই শিক্ষকদের সম্মানে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা প্রতিটি নাগরিকের কর্তব্য বলে বক্তারা মন্তব্য করেন। আদর্শ জাতি গড়ায় শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ দিবসের গুরুত্ব অপরিসীম বলে তারা মনে করেন। তারা আরো জানান, বিশ্বের সকল শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেসকোর আহবানে এ দিবসটি প্রতিবছর পালন হয়। এবছরও এর ব্যাতিক্রম হয়নি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।