রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

শেরপুরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৬০ বার পঠিত

শেরপুরে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) সমূহের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদারকরণ, স্থায়ী কমিটিসমূহের কার্যকারিতা বৃদ্ধি ও হোল্ডিং ট্যাক্স আদায় সংক্রান্ত দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে, জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম-এঁর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।

জেলার সব কয়টি (৫টি) উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ৫২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব ও ৪টি পৌরসভার মেয়রগণ দিনব্যাপী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম।

এ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি সঞ্জিব চন্দ বিল্টুসহ অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।