শেরপুর জেলার নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-কে ফুল দিয়ে বরণ এবং বিদায়ী ইউএনও জাহিদুর রহমান-কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিভিন্ন দপ্তরের উদ্যোগে আলাদা আলাদা ভাবে ফুলের ঢালা দিয়ে নবযোগদানকৃত ইউএনও মোস্তাফিজুর রহমানকে বরণ করে নেওয়ার পাশাপাশি বদলি জনিত বিদায়ী ইউএনও জাহিদুর রহমান-কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) পূর্বাহ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা-এঁর কার্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, বিদায়ী ইউএনও জাহিদুর রহমান, নবাগত ইউএনও মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা থানার ওসি মুশফিকুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা বাহা উদ্দিন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমান আরা জান্নাত, উপজেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা সাইমুন শাহানাজ, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
জানা গেছে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-কে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা থেকে বদলি করে নকলায় এবং বিদায়ী ইউএনও জাহিদুর রহমান-কে নকলা উপজেলা থেকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বদলি করা হয়েছে।