শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের কুড়েরকান্দা এলাকার জনবহুল একটি কাঁচা রাস্তা বন্যায় ভেঙ্গে জনচলাচলে সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কুড়েরকান্দা ও আশপাশ এলাকার জনগন।
জনদুর্ভোগ লাগবে ওই ভাঙ্গা কাঁচা রাস্তাটি পরিদর্শনে গিয়ে তা দ্রুত সংস্কারের পরে ইটের শলিং করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন। দীর্ঘদিনের দাবী বাস্তবায়নের আশ্বাস পেয়ে উৎফুল্ল কুড়েরকান্দা গ্রামের কৃষিজীবী জনগন।
শনিবার (২ অক্টোবর) বিকেলে বন্যায় ভেঙ্গে জনচলাচলে সম্পূর্ণভাবে অনুপযোগী ওই রাস্তাটি পরিদর্শনে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন শত শত জনগনের সামনে সড়ক পথের যোগাযোগ উন্নয়নের এ আশ্বাস দেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টোসহ স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
জনগন ও যানচলাচলে অনুপযোগী বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাটি সরেজমিনে পরিদর্শনে গিয়ে কৃষিজীবী জনগনের সমস্যার জন্য দু:খ প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাটি খুব দ্রুত সময়ের মধ্যে আপাতত মাটি দিয়ে সংস্কার করা হবে। সংস্কারের পরে এ রাস্তাটি ইটের শলিং করে দেওয়া হবে বলে তিনি জানান।