বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় ভাঙ্গা কাঁচারাস্তা পাকা করে দেওয়ার আশ্বাসে উৎফুল্ল কুড়েরকান্দাবাসী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩০৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের কুড়েরকান্দা এলাকার জনবহুল একটি কাঁচা রাস্তা বন্যায় ভেঙ্গে জনচলাচলে সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কুড়েরকান্দা ও আশপাশ এলাকার জনগন।

জনদুর্ভোগ লাগবে ওই ভাঙ্গা কাঁচা রাস্তাটি পরিদর্শনে গিয়ে তা দ্রুত সংস্কারের পরে ইটের শলিং করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন। দীর্ঘদিনের দাবী বাস্তবায়নের আশ্বাস পেয়ে উৎফুল্ল কুড়েরকান্দা গ্রামের কৃষিজীবী জনগন।

শনিবার (২ অক্টোবর) বিকেলে বন্যায় ভেঙ্গে জনচলাচলে সম্পূর্ণভাবে অনুপযোগী ওই রাস্তাটি পরিদর্শনে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন শত শত জনগনের সামনে সড়ক পথের যোগাযোগ উন্নয়নের এ আশ্বাস দেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টোসহ স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

জনগন ও যানচলাচলে অনুপযোগী বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাটি সরেজমিনে পরিদর্শনে গিয়ে কৃষিজীবী জনগনের সমস্যার জন্য দু:খ প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাটি খুব দ্রুত সময়ের মধ্যে আপাতত মাটি দিয়ে সংস্কার করা হবে। সংস্কারের পরে এ রাস্তাটি ইটের শলিং করে দেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।