মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

নকলায় কালভার্ট ভেঙ্গে যাওয়ায় দূর্ঘটনার আশঙ্কা, দ্রুত সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২১৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়নের পোয়াভাগ এলাকায় জনবহুল রাস্তার একটি কালভার্ট ভেঙ্গে পড়ায় দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, টালকী ইউনিয়নের রামেরকান্দি বাজার হতে বড় পাগলা গ্রাম হয়ে ঢাকা-শেরপুর মহাসড়কের বাশাটী পর্যন্ত এ রাস্তাটি দিয়ে দৈনিক অগণিত লোকজন ও যানবাহন চলাচল করে। এই রাস্তার পোয়াভাগ এলাকায় রাস্তায় নির্মিত কালভার্টের মাঝবরাবর ভেঙ্গে পড়ে গেছে। এতে লোকজনের ও যানচলাচলে বিঘ্ন গঠছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অনেকে জানান, এই রাস্তা দিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থী যাতায়াত করে। তাছাড়া রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর ময়মনসিংহসহ জেলা-উপজেলা সদরে যেতে এই রাস্তাটি ব্যবহার করেন কয়েক গ্রামের লোকজন। কিন্তু প্রায় ১০ দিন আগে এমন গুরুত্বপূর্ণ রাস্তার কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনদূর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা। স্থানীয়রা গাছের ডাল দিয়ে চলাচলে বাধার জন্য বেষ্টনি দিয়েছেন। এতে দিনের বেলায় দূর্ঘটনা না ঘটলেও, রাতে মারাত্মক দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

এমতাবস্থায় জনদূর্ভোগ কমাতে ও অনাকাঙ্খিত মারাত্মক দূর্ঘটনার হাত থেকে শিক্ষার্থীনহ জনগনকে নিরাপদ করতে দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।