শেরপুর সদর উপজেলার মৃগী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোর) দুপুরের দিকে উপজেলার বলায়েরচর ইউনিয়নের জঙ্গলদী নতুন পাড়ার মধ্যদিয়ে প্রবাহিত মৃগী নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলো- রাজধানী ঢাকার দক্ষিনখান এলাকার রফিক মিয়ার মেয়ে রাউফুন (১১) এবং তার খালাতো ভাই শেরপুর সদর উপজেলার চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (১৪)।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে রাউফুন ও মাহমুদুল হাসান এলাকার কয়েকজন শিশুর সাথে গ্রামের পাশের মৃগী নদীতে গোসল করতে যায়। এক সময় রাউফুন ও মাহমুদুল হাসান নদীর পানির স্রোতে ভেসে যায়। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে রাউফুন ও মাহমুদুল হাসানকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।