করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের প্রভাব কমে যাওয়ায় দীর্ঘদিন পরে শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের শারীরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য আলহাজ্ব মাহবুবর রহমান, আব্দুর রফিক, মোফাজ্জল হোসেন ও সীমানুর রহমান সুখন প্রমুখ।
এসময় কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, নির্বাহী সদস্য মোশারফ হোসেন শ্যামল, সদস্য সুজন মিয়াসহ নকলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনান্তে জরুরি ও সাধারন সভা ছাড়াও প্রতিমাসে অন্তত একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের প্রভাব কমে যাওয়ায় প্রেসক্লাবের সকল কার্যক্রম প্রেসক্লাবের অফিসে বসে সম্পাদন করাসহ দেশ ও জাতির কল্যাণে উন্নয়ন মূলক বিভিন্ন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাব কাটিয়ে দীর্ঘদিন পরে নকলা প্রেসক্লাবের সবাই শারীরিক আলোচনা সভা উপলক্ষে একত্রিত হওয়ার সুযোগ পাওয়ায় আলোচনা সভা শেষে উপস্থিত সব সাংবাদিকগন ফটোসেশনে অংশ গ্রহন করেন।