শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

নকলায় উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

শেরপুর জেলার নকলায় উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, নকলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু প্রমুখ।

বক্তারা করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং বন্ধ, জঙ্গিবাদ, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূল, বিভিন্ন অপরাধীদের গ্রেফতার, নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের অনুমতি ব্যতিত বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন উন্নয়ন মূলক আলোচনা করেন এবং নিজ নিজ মতামত উপস্থাপন করেন।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সরকারের নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর ভুমিকাকে অনস্বীকার্য আখ্যা দিয়ে তাঁর অবদানের জন্য সকল বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই কর্মস্থলে তিন বছর পূর্ণ হওয়ায় বদলী অর্ডার প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান সার্বিক সহযোগিতা করায় নকলা উপজেলার সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।