শেরপুর জেলার নকলায় শেখ হাসিনা-এঁর ৭৫তম জন্ম দিবস উপলক্ষে নকলা পৌরসভার উদ্দোগে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্তরে ঔষুধি জাতের ৭৫টি গাছের চারা রোপন করা হয়েছে। ঔষুধি জাতের গাছ গুলোর মধ্যে নিম, হরিতকি, বহেরা ও আমলকি উল্লেখযোগ্য।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন মাঠে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন।
এসময় মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সুলতান মাহমুদ ও সহকারী শিক্ষক মুহাম্মদ খুরশেদ করিম শ্যামল, ছায়েদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভহর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী লুৎফুল আনোয়ার বাদল, স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।