শেরপুরের নকলায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান আলিম্পিয়াড-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) “শেখা হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন এ কুইজ প্রতিযোগিতা ও আলিম্পিয়াড অনুষ্ঠানের পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এ কুইজ প্রতিযোগিতা ও আলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী প্রমুখ।
সবশেষে অতিথিবৃন্দরা বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান আলিম্পিয়াড-২০২১ এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলেদেন।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।