শেরপুরে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরাধিন আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অর্থায়নে এবং শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার (ডিএলও) ডা. মো. আবদুল হাই-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগের বিভাগিয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত কুমার হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ড. মো. আবু সাঈদ সরকার।
এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে আরো ছিলেন, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্ত, ভেটেরেনারি সার্জন (ভিএস) ডা. মো. ফজলুল হকসহ প্রাণি সম্প্রসারণ অফিসার (এলইও) প্রমুখ।
এ প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় শেরপুর সদর উপজেলার নির্বাচিত ২৫ জন খামারি অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণার্থিগন এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের খামারের সার্বিক উন্নয়নের পাশাপাশি তারা আর্থিক ভাবে লাভবান হতে পারবেন বলে মনে করেন ডিএলও ডা. মো. আবদুল হাই।
৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন।