শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)-এঁর অফিসিয়াল তথা সরকারি মোবাইল নম্বরটি (০১৭৮৪ ০৯–০৬) ক্লোন করেছে সাইবার ক্রিমিনালরা।
ক্লোন করা এ মোবাইল নম্বর দিয়ে ক্রিমিনালরা বিভিন্ন লোকজনের কাছে নিজেকে ঝিনাইগাতি ইউএনও পরিচয়ে টাকা দাবি করছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।
এবিষয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইগাতি ইউএনও ফারুক আল মাসুদ “Uno Jhenaigati Sherpur” ফেইসবুক প্রোফাইলে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসটি হলো “আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, উপজেলার নির্বাহি অফিসারের সরকরি মোবাইল নম্বর (০১৭৮৪ ০৯–০৬) ক্লোন করে ২/১ জনের কাছে টাকা চাওয়া হয়েছে। সকলকে এবিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”
ইউএনও-এঁর পোস্ট করা স্ট্যাটাস দেখে তাঁর সাথে কথা হলে তিনি জানান, কোনো এক প্রতারক চক্র তাঁর অফিসিয়াল বা সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করেছে। তিনি বলেন, ক্লোন করা নম্বর দিয়ে এরই মধ্যে কয়েক জনের কাছে চাঁদা দাবি করলেও, কোনো প্রকার হুমকি দেওয়া হয়নি। কিন্তু এই মুহুর্তে এমন ঘটনাকে তিনি ছোট করে দেখছেন না। তাই দ্রুত সময়ের মধ্যে এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের তিনি জানান। ইউএনও আরো বলেন, প্রতারক চক্র যেহেতু অফিসিয়াল বা সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে, সেহেতু তাদের নিশ্চয়ই অসৎ কোনো উদ্দেশ্য আছে। ক্লোন করা ওই মোবাইল নম্বর থেকে কোন প্রকার আদান প্রদান করার মতো কোন ফোন আসলে তা এড়িয়ে যেতে অনুরোধ করেছেন ইউএনও ফারুক আল মাসুদ।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর জেলার নকলা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)-এঁর অফিসিয়াল তথা সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করেছিল সাইবার ক্রিমিনালরা।