শেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোহাম্মদ আবুল বাশার মিয়াকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে উচ্চমান অফিস সহকারী মো. আবু তারিককেও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ সেপ্টেম্বর) শেরপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী-এঁর সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।
ক্রাইম ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ রেজাউল হক, টি.আই-১ জাহাঙ্গীর আলম, শেরপুর পুলিশ লাইন্সের আর.আই বিরাজ চন্দ্র সরকারসহ জেলার সকল থানার পুলিশ কর্মকর্তাগণ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী অতিথিদ্বয় দক্ষ, অভিজ্ঞ ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। তাঁরা অত্যন্ত প্রত্যয়ী, পরিশ্রমী, মেধাবী, আত্মবিশ্বাসী ও সৎ ছিলেন বলে তিনি মন্তব্য করেন।
বিদায়ীদের পরবর্তী কর্মস্থলে পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করার পাশাপাশি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।
সবশেষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী দুই জনের হাতে শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।