মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

শেরপুরে ডিআইও-১ আবুল বাশারকে বিদায়ী সংবর্ধনা

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৬ বার পঠিত

শেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোহাম্মদ আবুল বাশার মিয়াকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে উচ্চমান অফিস সহকারী মো. আবু তারিককেও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৫ সেপ্টেম্বর) শেরপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী-এঁর সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

ক্রাইম ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ রেজাউল হক, টি.আই-১ জাহাঙ্গীর আলম, শেরপুর পুলিশ লাইন্সের আর.আই বিরাজ চন্দ্র সরকারসহ জেলার সকল থানার পুলিশ কর্মকর্তাগণ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী অতিথিদ্বয় দক্ষ, অভিজ্ঞ ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। তাঁরা অত্যন্ত প্রত্যয়ী, পরিশ্রমী, মেধাবী, আত্মবিশ্বাসী ও সৎ ছিলেন বলে তিনি মন্তব্য করেন।

বিদায়ীদের পরবর্তী কর্মস্থলে পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করার পাশাপাশি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

সবশেষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী দুই জনের হাতে শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।