শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় ছত্রাককে ঘিড়ে গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান গ্রামে কাটা এক গাছের পুরাতন গুড়িতে মানুষের হাতের আঙুলের ন্যায় এক প্রকার ছত্রাক (Podostroma Cornu-damae) দেখা যায়। ওই ছত্রাককে ঘিড়ে গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগ, বন বিভাগ, পুলিশ বিভাগ ও স্থানীয়দের সহায়তায় আকস্মিক গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দিয়েছেন।

জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় এক লোক খারজান এলাকায় কাটা এক গাছের পুরাতন গুড়িতে গজিয়ে ওঠা মানুষের হাতের পাঁচ আঙুলের ন্যায় একটা কিছু দেখতে পায়। পরে জানাজানি হলে এলাকার কয়েকজন ভন্ড এটাকে অলৌকিক হাত বলে অপপ্রচার চালাতে থাকেন। একপর্যায়ে এলাকার সহজ সরল মানুষগুলো আঙুলের ন্যায় জিনিসটিকে দেখতে ভিড় জমাতে থাকেন। এসুযোগে কয়েক ঘন্টার ব্যবধানে স্থানীয় এক ভন্ড তার গায়ে ও মাথায় লাল সালু জড়িয়ে জায়নামাজ পেতে বসেন। তার আশেপাশে আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে আস্তানা গড়ে তুলা হয়। পাশাপাশি অন্য এক ভন্ড তাকে বাতাস করতে থাকেন। লোকজনকে ওই বস্তুটি ধরতে মানা করা হয়। বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয় এর চারপাশ। তাছাড়া সাজানো হয় আশপাশ এলাকা। পরে শুক্রবার সন্ধ্যায় সেখানে বসানো হয় গানের আসর।

ভন্ডদের এমন কৃতকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে তা মাঝরাতে ইউএনও জাহিদুর রহমান-এঁর নজরে আসে। পরে কুসংস্কার বন্দে শনিবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা বন কর্মকর্তা ওয়ালিদ বিন মতিন, গনপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুলসহ পুলিশ বিভাগের সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন।

পরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও বন কর্মকর্তা ওয়ালিদ বিন মতিন নিশ্চিত করেন যে, এটি এক প্রকার ছত্রাক। পরে ইউএনও জাহিদুর রহমান মাইকের মাধ্যমে স্থানীয়দের বুঝান যে, এর কোন অলৌকিকতা নেই, নেই কোন মহাত্ত, এটি এক প্রকার ছত্রাক মাত্র। তাঁর কথা সকলেই বুঝতে পারেন। পরে স্থানীয়দের সহায়তায় ওই ছত্রাকটি উপড়ে ফেলাসহ ভন্ডদের আস্তানা ভেঙ্গে দেওয়া হয়।

ইউএনও জাহিদুর রহমান বলেন, গ্রামের সহজ সরল মানুষের সরলতাকে কাজে লাগিয়ে ছত্রাককে ঘিড়ে কিছু ভন্ড প্রকৃতির লোক স্থায়ী আস্তানা গড়ে তুলার চেষ্টা করেন। কিন্তু এলাকার তরুণ ও সুশীল জনের তৎপরতায় তা সম্ভব হয়ে ওঠেনি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ভণ্ডদের আস্তানাটি ভেঙ্গে দিয়েছেন বলে তিনি জানান।

কাটা গাছের পুরাতন গুড়িতে মানুষের হাতের আঙুলের ন্যায় ছত্রাককে ঘিড়ে গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দেওয়ায় ইউএনও-এঁর প্রতি খুশি এলাকাবাসী। তাদের দাবী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর কারনে এলাকাবাসী কুসংস্কার ও ভন্ডদের হাত থেকে রক্ষা পেলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।